

সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আবিষ্কার ও ইতিহাস » ঢাকার প্রথম আকাশচারী ভানতাসেল - শামীম আমিনুর রহমান
ঢাকার প্রথম আকাশচারী ভানতাসেল - শামীম আমিনুর রহমান
ম্যাগনাম ওপাস থেকে প্রকাশিত
মূল্য: আশি টাকা
১ম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০০০
অষ্টাদশ শতকে নবাব আহসানউল্লাহর আমন্ত্রণে ঢাকায় আগত আমেরিকান সুন্দরী তরুনী ভানতাসেল ছিলেন ঢাকার প্রথম আকাশচারী, যিনি বেলুনে উড়েছিলেন। তার এই দুঃসাহসিক অভিযান এবং এই উড্ডয়নের মাধ্যমেই তার করুণ মৃত্যুর ঘটনা নিয়েই এই বইটি লেখা হয়েছে। অজানা এক ঐতিহাসিক গল্পগাঁথা বিবৃত হয়েছে নিভৃতচারী মননশীল লেখক শামীম আমিনুর রহমানের সাবলীল বর্ণনায়।