সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » আবিষ্কার ও ইতিহাস » টেলিভিশনের কথা - আবদুল্লাহ আল-মুতী
টেলিভিশনের কথা - আবদুল্লাহ আল-মুতী
প্রকাশক: সাহিত্য প্রকাশ
মূল্য: ৮০ টাকা
প্রচ্ছদ: হাশেম খান
প্রথম প্রকাশ: মে ১৯৮৭
দ্বিতীয় সংস্করণ: জুলাই ১৯৯৭
এই বইয়ে লেখক বিশ্লেষণ করেছেন টেলিভিশনের করন কৌশলের নানা দিক। আমাদের দৈনন্দিন জীবনে টেলিভিশনের ভূমিকা ক্রমেই বেড়ে চলেছে। সেই সঙ্গে বাড়ছে বিশ্বব্যাপী এর প্রসার প্রতিপত্তি। অথচ ঘরের কোনের এই যাদুর বাক্সটির পেছনে জড়িত কত শত বৈজ্ঞানিক উদ্ভাবন ও কারিগরি, সেসব আমরা খুব কমই তলিয়ে দেখি। টেলিভিশনের ব্যবহার ও প্রচলন এক জায়গাতে থেমেও নেই। ক্যাবল টিভি, উপগ্রহ সম্প্রচার, ডিজিটাল টেলিভিশন ইত্যাদি নবনব উদ্ভাবন টেলিভিশনকে যেমন পাল্টে দিচ্ছে, তেমনি বদলে দিচ্ছে আমাদের জীবন। ‘টেলিভিশনের কথা’ তাই প্রভাবশালী এক যন্ত্রের কারিগরি আর কলকব্জার সকল দিকের এমন এক মনোহর বিবরণী, যা তরুণ পাঠকদের বিজ্ঞানচেতনা প্রসারে তাৎপর্যময় ভূমিকা পালন করবে।