বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সাধারণ বিজ্ঞান » মমিপিডিয়া - ভবেশ রায়
মমিপিডিয়া - ভবেশ রায়
![]()
অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত
মূল্য: ৩৭০ টাকা
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮
প্রচ্ছদ: ধ্রুব এষ
পৃষ্ঠা সংখ্যা: ৮৮
ISBN 978-984-93129-7-0
প্রচলিত বদ্ধমূল ধারণা ছিল, মমি মানেই শুধু মিশরের প্রাচীন মানুষের সংস্কার ও পারলৌকিক কর্মকাণ্ড। তার সঙ্গে জড়িয়ে আছে পিরামিডও। কিন্তু ব্যাপারটি মোটেও তা নয়। বরং এর সঙ্গে মিশে আছে অতীত থেকে বর্তমান অবধি অনেক রোমাঞ্চকর কৃষ্টি, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মমিপিডিয়া দেখিয়েছি শুধু প্রাচীন মিশর নয়, সারা বিশ্বজুড়েই ছড়িয়ে আছে এই মমি সংস্কৃতি। মিশরেরও বহু আগেই মমি তৈরির প্রচলন ছিল পৃথিবীর বহু দেশে।
আধুনিক প্রযুক্তি সহযোগে মরদেহ সংরক্ষণে মমিকরণ তাই এখন আর কোন সংস্কার নয়। রীতিমতো বৈজ্ঞানিক গবেষণা। এই বিজ্ঞানের আধুনিক নাম Cryonic Science। এই বিস্ময়কর বিজ্ঞান নিয়ে মমিপিডিয়া মূল্যবান ও বিরল তথ্যসমৃদ্ধ একটি গ্রন্থ।





বিজ্ঞান ও বিজ্ঞানের বিস্ময় - অনন্ত নিগার
নলেজপিডিয়া ১ - ভবেশ রায় 