বৃহস্পতিবার ● ৩ মে ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » প্রথমবারের মতো পৃথিবীসদৃশ গ্রহের বায়ুমণ্ডলে হিলিয়াম সন্ধান
প্রথমবারের মতো পৃথিবীসদৃশ গ্রহের বায়ুমণ্ডলে হিলিয়াম সন্ধান
জ্যোতির্বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে প্রথমবারের মতো সৌরজগতের বাইরে পৃথিবীসদৃশ গ্রহ WASP-107b-এর বায়ুমণ্ডলে হিলিয়ামের সন্ধান পেয়েছেন। এই আবিষ্কার অবলোহিত বর্ণালী দ্বারা পৃথিবীসদৃশ গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে পরীক্ষা করতে পথ দেখিয়েছে।
জেসিকা স্পেক এর নেতৃত্বে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল হাবলের ওয়াইড ফিল্ড ক্যামেরা-৩ ব্যবহার করে প্রথমবারের মতো এই ধরনের আবিষ্কার করা সম্ভব হয়েছে। জেসিকা স্পেক এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘মহাবিশ্বে হাইড্রোজেনের পরেই হিলিয়ামের উপস্থিতি সবচেয়ে বেশি। আমাদের সৌরজগতে বৃহষ্পতি ও শনি গ্রহ গঠনের মূল উপাদানগুলোর একটি। যদিও এর আগে সৌরজগতের বাইরে পৃথিবীসদৃশ কোনো গ্রহে হিলিয়ামের অস্তিত্ব সনাক্ত করা যায়নি।’
বিজ্ঞানীদের দল গ্রহটির বায়ুমণ্ডলের অবলোহিত বর্ণালী বিশ্লেষণ করেছে। এর পূর্বে এই ধরনের পর্যবেক্ষণের জন্য অতিবেগুনী বর্ণালী বা তরঙ্গদৈর্ঘ্য ব্যবহৃত হতো।
WASP-107b কম ঘনত্বের একটি গ্রহ। যদিও এটি বৃহষ্পতি গ্রহরে আকৃতির, কিন্তু এর ভর বৃহষ্পতির ১২% মাত্র। গ্রহটি পৃথিবী থেকে ২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে ছয়দিনেরও কম সময় লাগে।
৩ মে ২০১৮
সূত্র: হাবল স্পেস টেলিস্কোপ ওয়েবসাইট