

শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » ৩০ মে মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে আসবে
৩০ মে মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে আসবে
সূর্যের চারিদিকে পবিভ্রমনরত অবস্থায় নির্দিষ্ট সময় ব্যবধানে পৃথিবী ও মঙ্গল গ্রহ আকাশে কাছাকাছি অবস্থানে চলে আসে। চলতি বছরের মে ১৮ থেকে ৩ জুন পর্যন্ত রাতের আকাশে মঙ্গল গ্রহকে অপেক্ষাকৃত উজ্জ্বলতর দৃশ্যমান হবে। আর ৩০ মে রাতে লাল গ্রহটি পৃথিবীর নিকট অবস্থানে থাকবে। এসময় পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব থাকবে ৪ কোটি ৬৮ লক্ষ মাইল। তবে পৃথিবীর ইতিহাসে ৬০ হাজার বছরের মধ্যে মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে।
দক্ষিণ-পূর্ব আকাশে টেলিস্কোপের পাশাপাশি খালি চোখেও অনেক উজ্জ্বলভাবে দেখা যাবে মঙ্গল গ্রহকে। বৃশ্চিক তারকামন্ডলীর Antares নক্ষত্রের ঠিক ওপরে দেখা মিলবে লাল গ্রহের, আর বাদিকে থাকবে অপেক্ষাকৃত ম্লান দৃশ্যমান শনি গ্রহ। তবে ৩০ মে যারা মঙ্গল দর্শনের সুযোগ পাবেন না তাদের জন্য আগামী ৩১ জুলাই, ২০১৮ সালে মঙ্গল গ্রহ আরও নিকটে অবস্থান করবে, ঐ সময় পৃথিবী থেকে মঙ্গল গ্রহ ৩ কোটি ৫৮ লক্ষ মাইল দূরে থাকবে।
সূত্র: নাসা