

রবিবার ● ১০ নভেম্বর ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » প্লাস্টিক উপাদানের সন্ধান মিলল টাইটানে
প্লাস্টিক উপাদানের সন্ধান মিলল টাইটানে
মহাকাশে প্রথমবার মতো প্লাস্টিকের উপাদানের সন্ধান মিলেছে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে। মহাকাশযান ক্যাসিনি টাইটানে প্রোপিন বা প্রোপাইলিন এর অস্তিত্বের প্রমান পেয়েছে। তিনটি কার্বন ও ছয়টি হাইড্রোজেন পরমানু নিয়ে গঠিত এই অনুটি পৃথিবীতে বিভিন্ন প্লাস্টিক গঠনকারী উপাদান। নাসা’র মতে আমাদের গ্রহের বাইরে এই প্রথম কোন প্লাস্টিক উপাদানের সন্ধান মিলল। ক্যাসিনি’র ইনফ্রারেড স্পেকট্রোমিটার দিয়ে এই আবিস্কার করা হয়েছে। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স নামে একটি বিজ্ঞান জার্নালে এবিষয়ে রিপোর্ট করা হয়েছে।
প্ল্যাস্টিক বা পলিপ্রোপাইলিন হিসেবে এই রাসায়নিকটি আমাদের দৈনন্দিন জীবনে নানাভাবে জড়িয়ে আছে। টাইটানের আবহমণ্ডল হাহাড্রোকার্বন বা প্রধানত মিথেন দিয়েই তৈরি। সূর্যালোক এই মিথেনকে রাসায়নিকভাবে ভেঙ্গে ফেলে বৃহদাকার অণু গঠনে সাহায্য করে। টাইটানে প্রোপেন এবং ইথেনেরও উপস্থিতি পাওয়া গেছে। বিজ্ঞানীরা ক্যাসিনি’র প্লাজমা স্পেকট্রোমিটারের সাহায্যে একক হাইড্রোজেন অণুর চেয়ে হাজার গুণ ভারী হাইড্রোকার্বনের উপস্থিতির প্রমান পেয়েছেন। শনির চৌম্বক ক্ষেত্রে অতিবেগুণী রশ্মির প্রভাব ও কণার চলন থেকে শনির রাসায়নিক ক্রিয়া-প্রতিক্রিয়ার চমকপ্রদ তথ্য পাওয়া সম্ভব বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
সম্পাদনা: এলিনা বাড়ৈ
সূত্র: বিবিসি
৫ অক্টোবর, ২০১৩