শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » নিয়ন্ত্রণহীন অবস্থায় মহাকাশযান ডিপ ইমপ্যাক্ট
নিয়ন্ত্রণহীন অবস্থায় মহাকাশযান ডিপ ইমপ্যাক্ট
নাসা’র মহাকাশযান ‘ডিপ ইমপ্যাক্ট’ ২০০৫ সালে টেম্পল-১ ধূমকেতুকে আঘাত হানার মধ্যে দিয়ে পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়ে আছে। প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে সৌরজগত সৃষ্টির সময়কার আদি উপাদানের খোঁজ করতেই এই অনুসন্ধান চালানো হয়। পরবর্তীতে মিশনটিকে এপোক্সি নামকরণ করা হয়, যা ধূমকেতু এবং সৌরজগতের বাইরের গ্রহ পর্যবেক্ষণের কাজ করেছে। বর্তমানে এই মহাকাশযানটি বিপত্তির সম্মুখীণ। এটি গত ১১ থেকে ১৪ আগস্টের মধ্যে পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান তদন্তকারী মিখায়েলএ’হার্ণ জানান, প্রাথমিকভাবে আভিযান শেষে একে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়া হয়, কিন্তু বর্তমানে এটি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
প্রকৌশলীরা ডিপ ইমপ্যাক্ট-এর কমিউনিকেশন-সফটওয়্যারে সমস্যা খুঁজে বের করেছেন এবং এটিকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মিশন বিজ্ঞানীরা এর সৌর প্যানেল নিয়ে চিন্তিত। কারণ, যদি প্যানেলটি আংশিকভাবেও সৌরালোক পায় তবে তা ব্যাটারিকে কয়েক মাস পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে, ফলে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। কিন্তু যদি প্যানেল সূর্যের আলো থেকে বঞ্চিত হয় তবে এটি কয়েকদিন মাত্র টিকবে, তখন আর কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হবে না। বিজ্ঞানীরা শঙ্কা এই মিশনের পরিসমাপ্তি ঘটলে ডিপ ইমপ্যাক্ট আসন্ন আইসন ধূমকেতুটি সম্পর্কে কোন ছবি পাঠাতে পারবে না।
সূত্র: নাসা
৯ সেপ্টেম্বর, ২০১৩