শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » চাঁদে রোবটিক যান পাঠাল নাসা
চাঁদে রোবটিক যান পাঠাল নাসা
গবেষণা সংস্থা নাসা চাঁদে মনুষ্যবিহীন রোবোটিক মহাকাশযান পাঠিয়েছে মহাকাশ । বাংলাদেশ তারিখ ৭ সেপ্টেম্বর, ২০১৩ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ওয়ালপস মহাকাশ কেন্দ্র থেকে লুনার অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার (LADEE) নামের পর্যবেক্ষক রকেটটি উৎক্ষেপণ করা হয়। চাঁদের চারপাশের আবহাওয়া চাঁদের ধূলিকণার রহস্যময় আচরণ নিয়ে গবেষণা করার উদ্দেশ্যে এটি পাঠানো হয়। প্রকল্পের ব্যয় প্রায় ২৮ কোটি মার্কিন ডলার। ৮৪৪ পাউন্ড ওজনের এই যানে তিনটি বৈজ্ঞানিক যন্ত্র রয়েছে। মিশনে লেজার রশ্মির মাধ্যমে যোগাযোগ স্থাপনের পরীক্ষাও করা হবে। পুরো একমাস যাত্রা করে এটি ৭ অক্টোবর চাঁদে পৌঁছবে।
সূত্র: নাসা
৮ সেপ্টেম্বর, ২০১৩