সোমবার ● ১ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » পশ্চিমাকাশে গ্রহদের নাচন!
পশ্চিমাকাশে গ্রহদের নাচন!
চলতি মে মাসের শেষ সপ্তাহ জুড়ে পশ্চিম ও পশ্চিম-উত্তারাকাশে দেখা মিলবে উজ্জ্বলতর তিনটি গ্রহের। এ যেন গ্রহদের এক নাচন! শুক্র, বৃহষ্পতি আর বুধ গ্রহের এই দলীয় উপস্থিতি প্রকাশ পাবে সূর্যাস্তের কিছু পরেই। মে মাসের শেষ সপ্তাহে উজ্জ্বলতা অধিক থাকলেও গ্রহ তিনটি অন্যান্য সময়ের চেয়ে উজ্জ্বলভাবে দৃশ্যমান থাকবে প্রায় জুন মাসের শেষ পর্যন্ত। আর দলীয়ভাবে খালি চোখে এদের দেখা মিলবে ২০২৬ সাল পর্যন্ত।
শুক্র আর বৃহষ্পতি গ্রহ দুটি অন্যান্য সময়েও উজ্জ্বলভাবে দেখতে পাওয়া গেলেও এই সময়ে বুধ গ্রহটি তৃতীয় উজ্জ্বলতর গ্রহ হিসেবে আকাশে অবস্থান করবে। ২৪ মে পর্যন্ত বুধ শুক্রের প্রায় কাছাকাছি থাকবে, এ সময়ে এটি শুক্র থেকে 1⅓০ উপরে ডান দিকে অবস্থান করবে। ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত গ্রহ তিনটি একে অপরের ৫০ এর মধ্যে থাকবে। ফলে একইসাথে তাদেরকে দেখতে পাওয়া যাবে। [সম্পাদনা: ২৩ মে, ২০১৩]