সোমবার ● ৩ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » চার সূর্য বিশিষ্ট একটি গ্রহের সন্ধান লাভ
চার সূর্য বিশিষ্ট একটি গ্রহের সন্ধান লাভ
মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিদ সম্প্রতি চার সূর্য বিশিষ্ট একটি গ্রহের সন্ধান পেয়েছেন। এই ধরনের গ্রহের অস্তিত্ব এই প্রথম পাওয়া গেল। পিএইচ১ নামের এই গ্রহটি পৃথিবী থেকে পাঁচ হাজার আলোক-বর্ষ দূরে অবস্থিত।
পিএইচ১ গ্রহটি দুইটি সূর্যকে কেন্দ্র করে নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে। এ ছাড়া কিছুটা দূরত্বে রয়েছে আরো দুইটি নক্ষত্র। এ দুইটি নক্ষত্রের দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের চেয়ে অন্তত এক হাজার গুণ বেশি। মার্কিন বিজ্ঞানী কিয়ান জেক এবং রবার্ট গ্যাগলিয়ানো সর্বপ্রথম পিএইচ১-এর সন্ধান পান। পরে তাদের এ দাবিকে সমর্থন করেন হাওয়াইয়ে কর্মরত একদল ব্রিটিশ ও মার্কিন গবেষক। পিএইচ১ গ্রহটি নেপচুনের চেয়ে সামান্য বড়। এটি এর নিকটবর্তী নক্ষত্রকে ১৩৭ দিনে পরিভ্রমন করে। ধারণা করা হচ্ছে এটি একটি গ্যাসীয় গ্রহ। এর পূর্বে ছয়টি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল যাদের আকাশে আছে দু’টি করে সূর্য রয়েছে।