শুক্রবার ● ৭ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ক্ষুদেবার্তা’র ২০ বছর
ক্ষুদেবার্তা’র ২০ বছর
ক্ষুদেবার্তা’র প্রেরণের ২০ বছর অতিক্রম হল। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর প্রথমবারের মতো কম্পিউটার থেকে মোবাইল ফোনে এসএমএস বার্তা পাঠানো হয়। ব্রিটেনের নেইল প্যাপওর্থ নামে এক সফটওয়্যার প্রোগ্রামারের পাঠানো এই বার্তাটি ছিল ‘মেরি ক্রিসমাস’। ভোডাফোনের জিএসএম নেটওয়ার্ক ব্যবহার করে এ বার্তা পাঠিয়েছিলেন তিনি।