সোমবার ● ১২ নভেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » পুরুষের চেয়ে নারীদের আয়ুষ্কাল বেশি
পুরুষের চেয়ে নারীদের আয়ুষ্কাল বেশি
বিজ্ঞানবিষয়ক সাময়িকী কারেন্ট বায়োলজিতে সম্প্রতি এক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে যা পুরুষের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচে সেই রহস্যের কিনারা করেছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ফলমূলে বিচরণকারী মাছির উপর গবেষণা চালিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।
প্রাণিকোষের শক্তির উত্স মাইটোকন্ড্রিয়াল ডিএনএর রূপান্তর নিয়ে এ্ গবেষণা করা হয়েছে। বংশানুক্রমে মায়েদের কাছ থেকেই পরবর্তী প্রজন্মে মাইটোকন্ড্রিয়া আসে, বাবাদের কাছ থেকে নয়। তাই পুরুষের ক্ষেত্রে কোষের মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে যে ক্ষতি সাধিত হয় তা রোধ করা সম্ভব হয় না।
অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ল্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দল পুরুষ ও স্ত্রী ১৩টি ভিন্ন প্রজাতির ফলের মাছি নিয়ে গবেষণা চালিয়েছে। দলের অন্যতম সদস্য মোনাস বিশ্ববিদ্যালয়ের ড. ডামিয়ান ডাউলিং জানান, তাঁদের গবেষণায় পাওয়া ফল মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে সংঘটিত এমন অসংখ্য রূপান্তরকে চিহ্নিত করেছে, যা পুরুষ প্রজাতিগুলো কত দিন বাঁচবে এবং কত দ্রুত তারা বুড়িয়ে যাবে, এ রকম বিষয়গুলো প্রভাবিত করে। তবে এই একই ধরনের রূপান্তর স্ত্রী-জাতির বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তাদের এই গবেষণা থেকে প্রমান মিলেছে লিঙ্গভেদে আয়ু ও বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে তারতম্য ঘটে। শুধু মানুষের ক্ষেকেই নয়, অন্যান্য অনেক প্রজাতির মধ্যেও পুরুষের চেয়ে স্ত্রী-জাতির আয়ুষ্কাল বেশি হয়ে থাকে।
সূত্র: বিবিসি।