শনিবার ● ৩ নভেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মঙ্গল গ্রহেও রয়েছে টেকটোনিক প্লেট
মঙ্গল গ্রহেও রয়েছে টেকটোনিক প্লেট
মঙ্গল গ্রহের সঙ্গে পৃথিবীর আরেকটি সাদৃশ্যের কথা জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা, পৃথিবীর টেকটোনিক প্লেটের মতই মঙ্গল গ্রহেরও টেকটোনিক প্লেট রয়েছে। মঙ্গল গ্রহেও যে টেকটোনিক প্লেটের অস্তিত্ব থাকতে পারে এমন ধারণা অনেকদিন থেকেই গবেষকদের মাঝে ছিল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান লিন মার্স রিকনাইসেন্স অরবিটার উপগ্রহের তোলা ১০০ টিরও বেশি ছবি বিশ্লেষণ করে মঙ্গলে টেকটোনিক প্লেটের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মনে করেন, মঙ্গলেরও হিমালয় ও তিব্বতের মত ফল্ট সিস্টেম বা চ্যুতি এবং ভূমিকম্প উৎপত্তিস্থল রয়েছে। তার মতে, মঙ্গলে মসৃণ গভীর খাদ রয়েছে, যেখান থেকে চ্যুতির সৃষ্টি; যা অনেকটাই ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির মত। পৃথিবীর পর সৌরজগতের মধ্যে এ ধরনের বৈশিষ্ট্যে কেবলমাত্র মঙ্গল গ্রহেই পাওয়া গেছে। টেকটোনিক প্লেটের সংঘষের্র কারণেই পৃথিবীর মত মঙ্গলেও ভূকম্পন হয়। তবে মঙ্গলে দীর্ঘ সময়ের ব্যবধানে ভূমিকম্প হয়।
গবেষকদের মতে, মঙ্গলে টেকটোনিক প্লেটের সংখ্যা মাত্র ২টি। মঙ্গলের এই টেকটোনিক প্লেট কীভাবে তৈরি হয়েছে তা নিয়ে বর্তমানে আরও গবেষণা করছেন তারা।