

শুক্রবার ● ৫ অক্টোবর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » এইডস থেকেও মিলেবে সুস্থতা
এইডস থেকেও মিলেবে সুস্থতা
১৯তম আন্তর্জাতিক এইডস্ সম্মেলনে এবং চলতি সপ্তাহে প্রকাশিত একটি জার্ণালে গবেষকরা এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন যে এইডস্ থেকে সুস্থতা লাভ করা সম্ভব। এই কৌশলগুলো খুব সহজ, প্রমানিত বা চিরস্থায়ী কিছু এমনটা না হলেও সকল পদ্ধতি বা ওষুধ যা ইতোমধ্যে ব্যবহৃত হচ্ছে তা এক সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। ‘আজকের দিনটিকে বিবেচনা করা যেতে পারে এমন একটি দিনের সাথে যখন মৌলিক বিজ্ঞান থেকে গবেষনার বিষয় পাল্টে যাচ্ছে আর ল্যাব পরিণত হচ্ছে ক্লিনিকে।’ বলেছেন সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের এইডস্ বিষয়ক গবেষক স্টিভেন জি. ডিকস্।
এইচআইভি প্রতিরোধের একটি কৌশল হতে পারে এইচআইভি আক্রান্ত সুপ্ত কোষগুলোকে জাগিয়ে দেয়া, যাতে তাদেরকে ধ্বংস করে ফেলা যায়। অন্যটি হতে পারে মানুষকে এইচআইভি আক্রান্ত হবার সাথে সাথে ওষুধ দেয়া। তৃতীয় কৌশলটি হতে পারে স্টেম কোষ প্রতিস্থাপন করা। গবেষকরা একে সাধারণ ধারণামতে পুরোপুরি সুস্থ হওয়া না বোঝালেও তারা স্পষ্টভাবেই সুস্থতা পদটি ব্যবহার করার ইঙ্গিত করছেন। (সূত্র: ওয়াশিংটন পোস্ট)