

শুক্রবার ● ৫ অক্টোবর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » স্টেম কোষ প্রতিস্থাপনে এইডস্ নিরাময়
স্টেম কোষ প্রতিস্থাপনে এইডস্ নিরাময়
এটি অত্যন্ত আশ্চর্যজনক বলে মনে হলেও সম্প্রতি প্রমান মিলেছে, তিমথি ব্রাউন নামে এইচআইভি আক্রান্ত এক আমেরিকান নাগরিক সম্পূর্ণ সুস্থতা লাভ করেছেন। এবিসি নিউজ-এর সূত্র মতে জানা গেছে, ৪৬ বছর বয়সী ব্রাউন লিউকেমিয়াতে আক্রান্ত হওয়ায় ২০০৭ সালে রক্তে স্টেম কোষ প্রতিস্থাপন করেন। এর আগে ১৯৯৫ সালে তার শরীরে এইচআইভি’র উপস্থিতি ধরা পড়ে। কিন্তু বর্তমানে ব্রাউন নিজেকে বিশ্বের একমাত্র এইডস্ জয়ী মানুষে পরিণত করেছেন।
বিশেষ জেনেটিক বৈশিষ্ট্যের রক্তদাতার থেকে নেয়া রক্ত ব্রাউনকে দেয়া হয়, যা তার শরীরে এইচআইভি প্রতিরোধ গড়ে তোলে। ককেশীয়দের মধ্যে ১ শতাংশ ব্যক্তির দেহেই এইচআইভিবিরোধী এমন বিরল প্রতিরোধ ব্যবস্থা দেখা যায়, অন্যান্য গোত্রের মানুষের ক্ষেত্রে তা আরও কম। ব্রাউনের চিকিৎসক ছিলেন জার্মানির হেইডেলবার্গ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. গেরো হাটার। ৭০ জন মানুষের মাঝে একজন রক্তদাতাকেই চিকিৎসক খুঁজে পেয়েছিলেন ব্রাউনের উপযুক্ত হিসেবে।