মঙ্গলবার ● ৩১ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » শনির উপগ্রহ আইঅ্যাপিটাসে ভূমিধ্বস
শনির উপগ্রহ আইঅ্যাপিটাসে ভূমিধ্বস
শনির উপগ্রহ আইঅ্যাপিটাসে সম্প্রতি ব্যাপক ভূমিধ্বস হয়েছে। বিজ্ঞানীদের দেয়া তথ্য মতে সৌরজগতের অন্য কোথাও এত ব্যাপক মাত্রার ভূমিধ্বসের ঘটনা বিরল।
বিজ্ঞানীরা এক স্টার্জস্টর্ম বা ‘ব্যাপক মাত্রার ভূমিধ্বস’ বলছেন। পৃথিবী এবং মঙ্গল গ্রহের ক্ষেত্রে এমনটি দেখা গেলেও এরকম কেন ঘটে তা নিয়ে বিতর্কের অবসান হয়নি। নাসা’র ক্যাসিনি মহাকাশ মিশন থেকে পাঠানো ছবি থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন উপগ্রহটির বরফাবৃত ওপরিভাগে সৃষ্ট উত্তাপের কারণে ভুমিধ্বস ঘটে থাকতে পারে। পৃথিবীতে সংঘটিত ভূমিধ্বসে যে মাত্রায় মাটির পতন ঘটে থাকে ও আনুভূমিকভাবে দূরত্ব অতিক্রম করে এখানে তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। উপগ্রহটিতে ভূমিধ্বস ঘটছে লম্বিকভাবে এবং তা প্রায় ৩০ গুণ দূরত্ব অতিক্রম করছে।