সোমবার ● ৬ আগস্ট ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মঙ্গল গ্রহে নামছে কিউরিসিটি
মঙ্গল গ্রহে নামছে কিউরিসিটি
মঙ্গল গ্রহে অবিযানের লক্ষ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ‘মার্স রোভার কিউরিওসিটি’ প্রায় ৩৬ সপ্তাহে ৩৫.২ কোটি মাইল পথ পাড়ি দিয়ে ৬ আগস্ট ২০১২ বাংলাদেশ সময় সকাল ১১টা ৩১ মিনিটে অবতরণ করতে যাচ্ছে। মঙ্গলে প্রাণের অস্তিত্বের খোঁজেই চালানো হচ্ছে এই অভিযান। মঙ্গল অভিযানে এ পর্যন্ত পাঠানো বিভিন্ন মহাকাশযানের মধ্যে কিউরিওসিটিই সবচেয়ে বড় এবং অত্যাধুনিক। এটি মঙ্গলের বুকে পাওয়া গভীর গর্তের ভেতরের পাথর নিয়ে পরীক্ষা চালাবে এবং ওই গ্রহে অণুজীবের নিদর্শন ছিল কি না, তা অনুসন্ধান করবে। এ তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে গ্রহটিতে মানুষ পাঠানোর পরিকল্পনার বিষয়ে প্রস্তুতি নেওয়া হবে। নাসা’র বিজ্ঞানীদের মতে এই অভিযানটি বিস্ময়কর, দুঃসাহসী ও উত্তেজনাপূর্ণ।
কিউরিওসিটি নামের এই নভোযানটি তার রোবটকে নিয়ে গত নভেম্বর মাসে যাত্রা শুরু করে। এ অভিযানে ২০৫ কোটি মার্কিন ডলার ব্যয় হচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, চীন ও ইউরোপ মঙ্গল গ্রহে অভিযান চালিয়েছে। এছাড়া ২০১৩ সালের শেষ দিকে ভারত মঙ্গলগ্রহের উদ্দেশ্যে একটি অর্বিটার পাঠানোর পরিকল্পনা করছে।