সোমবার ● ২৩ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » প্লুটোর নতুন চাঁদ আবিস্কার করেছে নাসার হাবল টেলিস্কোপ
প্লুটোর নতুন চাঁদ আবিস্কার করেছে নাসার হাবল টেলিস্কোপ
মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র হাবল টেলিস্কোপ প্লুটোর নতুন একটি চাঁদ আবিস্কার করেছে। আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে প্লুটোকে ধরা হয়ে থাকলেও ২০০৯ সালে একে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়।
গত জুন ও জুলাইয়ে হাবলের ‘ওয়াইড ফিল্ড ক্যামেরা-৩’-এর ধারণকৃত নবম সেটের ছবিগুলোয় সনাক্ত করা হয়েছে প্লুটোর এই চাঁদ বা উপগ্রহটিকে। প্লুটোর পঞ্চম উপগ্রহটির নাম দেয়া হয়েছে ‘পি-ফাইভ’। ধারণা করা হচ্ছে এ উপগ্রহটি শত শত কোটি বছর আগে বরফময় কোনো বিশাল বস্তু ও প্লুটোর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে। এর অস্বাভাবিক গঠন এবং আকার ১০ থেকে ২৫ কিলোমিটার বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই আবিস্কারের ফলে ২০০৯ প্লুটোর বিবর্তন ও গঠন পদ্ধতি সম্পর্কে তথ্য জানা সহজ হবে বলে বিজ্ঞানীদের ধারণা।
উল্লেখ্য, মার্কিন বিজ্ঞানী ক্লাইড টমবাগ ১৯৩০ সালে প্লুটো গ্রহটি আবিস্কারের পর চ্যারন নামের প্লুটোর সবচেয়ে বড় চাঁদ আবিস্কৃত হয়েছিল ১৯৭৮ সালে। হাবল টেলিস্কোপের মাধ্যমে ২০০৬ সালে প্রুটোর দ্বিতীয় ও তৃতীয় উপগ্রহ নিক্স ও হাইড্রা এবং ২০১১ সালে চতুর্থ উপগ্রহ পি-ফোর আবিস্কৃত হয়েছিল।





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 