রবিবার ● ১৭ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » চীনের প্রথম নারী মহাকাশযাত্রী
চীনের প্রথম নারী মহাকাশযাত্রী
চীন তার সবচেয়ে উচ্চাভিলাষী মহাকাশ অভিযানে প্রথমবারের মত একজন নারী নভোচারীকে পাঠিয়েছে। শেনঝু-৯ নামের একটি মহাকাশযান ৩৩ বছর বয়স্ক প্রথম চীনা নারী নভোচারী লিউ ইয়াংসহ আরও দু’জন পুরুষ অভিযাত্রী জিঙ হেইপেঙ ও লিউ ওয়াং-কে নিয়ে গত ১৬ জুন বাংলাদেশ সময় বিকাল ৪:৩৭ মিনিটে গোবি মরুভূমির প্রত্যন্ত এলাকা থেকে শনিবার যাত্রা করে।
যদিও এই অভিযানের নেতৃত্বে রয়েছেন পুরুষ অভিযাত্রী দু’জন। ১৩ দিনব্যাপী অভিযানে মহাকাশে বিভিন্ন পরীক্ষা চালানো হবে। এ সময় নভোযানটিকে তিয়াংগং-১ নামক মহাকাশকেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে। তিয়াংগং-১ বর্তমানে পরীক্ষামূলকভাবে মহাশূন্যে আবর্তনশীল রয়েছে।
চীন আশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মত তারাও ভবিষ্যতে স্বতন্ত্র মনুষ্যধারী মহাকাশ স্টেশন স্থাপন করতে পারবে।