শুক্রবার ● ২২ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ২১ জুন : কর্কটক্রান্তি দিবস
২১ জুন : কর্কটক্রান্তি দিবস
২১ জুন উত্তর গোলার্ধের সবেচয়ে বড় দিন, এ দিনটিকে কর্কটক্রান্তি দিবস হিসেবে পালন করা হয়। এদিন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে। কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এই দিনে সূর্য উত্তরায়নের শেষ সীমাও সংঘটিত হয়। উত্তর গোলার্ধে সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে লম্বভাবে ৯০ ডিগ্রি কোণে থাকে কিন্তু এসময় দক্ষিণ গোলার্ধে সূর্য ৪৩ ডিগ্রি কোণে হেলে থাকে।
তাই ২১ জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় অর্থাৎ ১৪ ঘণ্টা এবং রাত সবচেয়ে ছোট অর্থাৎ ১০ ঘণ্টা হয়ে থাকে। ফলে ঐদিন উত্তর গোলার্ধে সর্বাপেক্ষা অধিক এবং দক্ষিণ গোলার্ধে সর্বাপেক্ষা কম সৌরতাপ গ্রহণ করে। আবার ২২ ডিসেম্বর সূর্যের দক্ষিণায়ন দিনে এর বিপরীত অবস্থা হয়।