শনিবার ● ৭ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » গবেষণাগারে কৃত্রিম ত্বক তৈরি
গবেষণাগারে কৃত্রিম ত্বক তৈরি
মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ত্বক বা চামড়া। কয়েকটি স্তরে বিভক্ত মানবদেহের ত্বকের আকার দুই বর্গমিটার পর্যন্ত হতে পারে, যার ওজন গোটা দেহের শতকরা প্রায় ১৬ ভাগ। মানবদেহের এক বর্গইঞ্চি ত্বকে রয়েছে সাড়ে ছয়শ’ ঘামের গ্রন্থি, ২০টি উপশিরা, ৬০ হাজার মেলানোসাইটস এবং এক হাজারেরও বেশি স্নায়ুতন্তু। সম্প্র্রতি জার্মানীর প্রখ্যাত ফ্রাউনহফার ইন্সটিটিউটের টিস্যু ইঞ্জিনিয়ারিং বিভাগের বিজ্ঞানীরা গবেষণাগারে দুই স্তর বিশিষ্ট কৃত্রিম ত্বক তৈরিতে সক্ষম হয়েছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে তারা পুরোপুরি মানব ত্বক হুবহু তৈরি করতে পারবেন। এর মাধ্যমে বিজ্ঞানীরা ক্যান্সার নিয়ে গবেষণারও নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পাবেন।