শনিবার ● ৭ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » নেপচুন গ্রহের দিনের দৈর্ঘ্য নতুনভাবে নির্ণয়
নেপচুন গ্রহের দিনের দৈর্ঘ্য নতুনভাবে নির্ণয়
আমাদের সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন। ১৮৪৬ সালের ২৪ সেপ্টেম্বর পৃথিবী থেকে ৪৪০ কোটি কিলোমিটার দূবের্তী এই গ্রহটির সন্ধান পান বিজ্ঞানী লা ভেরিয়ার, ব্রিটিশ বিজ্ঞানী জন কোচ অ্যাডামসও পৃথকভাবে গ্রহটির সন্ধান পান। মূলত এটি একটি গ্যাসীয় গ্রহ। যার বায়ুমণ্ডলে রয়েছে ৮০ শতাংশ পর্যন্ত হাইড্রোজেন, ১৯ শতাংশ হিলিয়াম এবং মিথেন। গ্রহটির ব্যাস পৃথিবীর চার গুণ এবং আকার সতেরো গুণ। এতোদিন জানা ছিল পৃথিবীর সাপেক্ষে নেপচুনের একটি দিনের দৈর্ঘ্য ১৬ ঘন্টা ৬ মিনিট ৩৬ সেকেন্ড। কিন্তু সম্প্রতি হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে নিবিঢ় পর্যবেক্ষণে দেখা গেছে এই দৈর্ঘ্য আরও কম। এর প্রকৃত দৈর্ঘ্য ১৫ ঘন্টা ৫৭ মিনিট ৫৯ সেকেন্ড।