

বুধবার ● ২৫ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » মঙ্গল গ্রহে তরল পানির হ্রদ
মঙ্গল গ্রহে তরল পানির হ্রদ
মার্কিন জার্নালে প্রকাশিত ইতালির গবেষকদের এক প্রতিবেদনে মঙ্গল গ্রহে ভূগর্ভস্থ হ্রদ থাকার কথা প্রকাশ করা হয়। ধারণা করা হয় মঙ্গল গ্রহে ভূগর্ভস্থ পানির এই হ্রদ ১২ মাইল প্রশস্ত। বুধবার এক প্রেস কনফারেন্সে ইতালিয়ান স্পেস এজেন্সি মার্স এক্সপ্রেস মিশনের ব্যবস্থাপক এনরিকো ফ্লামিনি বলেন, ‘মঙ্গলে পানি আছে। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
মঙ্গল গ্রহের আবহাওয়ার কারণে ঠাণ্ডায় জলাধারটি বরফের নীচে আটকা পড়েছে বলে মনে করছেন গবেষকরা। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন ইতালির ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক রবার্তো ওরোসেই। তিনি বলেন, এটি এমন নয় যে পাথর বা বরফের খাঁজে কিছু পানি আটকে আছে। এটি সত্যিই একটা হ্রদ।
২৫ জুলাই ২০১৮
সূত্র: দ্য গার্ডিয়ান