শনিবার ● ২১ জুলাই ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ: মহাকাশ » সূর্যের পথে পাড়ি জমাবে পার্কার সৌর প্রোব
সূর্যের পথে পাড়ি জমাবে পার্কার সৌর প্রোব
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ০৬ আগস্ট ২০১৮ তারিখ সকালে প্রথমবারের মতো কোন মহাকাশযান সূর্যের কাছে যাওয়ার জন্য পৃথিবী থেকে যাত্রা করবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যের বায়ুমণ্ডল ও সৌর রসায়ন নিয়ে গবেষণা করতে ‘পার্কার সৌর প্রোব’ পাঠানোর এই উদ্যোগ নিয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে বিখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞাী ইউজেন পার্কারের নামে। এই প্রথম কোনও জীবিত ব্যক্তির নামে কোনও অভিযানের নামকরণ করা হল। ইউজেন পার্কার ৬০ বছর আগেই সৌরবাতাসের অস্তিত্ব সম্পর্কে ধারণা পোষণ করেন।
সূর্যের উপরিতলের তাপমাত্রা ৫৫৩৭ ডিগ্রী সে. এবং বহিস্থ করোনার তাপমাত্রা প্রায় সাড়ে ১৯ লাখ ডিগ্রী সে. লসিয়াস! এত উচ্চ তাপে কোন বস্তুই টিকে থেকে সূর্যের কাছে ঘেষতে পারবে না। তাই এই মহাকাশযানের পক্ষে সুর্যের ৪০ লাখ মাইল দূরত্বের মধ্যে পৌছানো সম্ভব হবে। এই যানের ঢাল তৈরী করা হয়েছে সাড়ে চার ইঞ্চির কার্বন কম্পোজিট শিল্ড দিয়ে। এর ভেতর সুরক্ষিত থাকবে গবেষণার সব যন্ত্রপাতি। ৮ ফুট চওড়া এবং ৫ ইঞ্চি পুরু ধাতুর তৈরী এই যান ১৩৭১ ডিগ্রী সে. পর্যন্ত তাপমাত্রা সহ্য করে অক্ষত থাকতে পারবে।
ফ্লোরিডা থেকে ‘ডেল্টা-৪ হেভি’ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষিপ্ত হবে এই রোবটিক যানটি। যানটি সূর্যে পৌঁছাতে মঙ্গল গ্রহে অভিযানের তুলনায় ৫৫ গুণ বেশি শক্তির প্রয়োজন হবে। আকারে প্রায় গাড়ির সমান যানটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। সূর্যের ভেতরে চলা জটিল প্রক্রিয়া ও বিকিরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে ‘পার্কার সৌর প্রোব’। সেই তথ্য বিশ্লেষণ করে অনেক জটিল প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যানটি ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ কাঙ্খিত অবস্থানে পৌঁছতে সক্ষম হবে।
২১ জুলাই, ২০১৮
সূত্র: নাসা