শনিবার ● ২৩ মার্চ ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » এযাবৎকালের সবচেয়ে পুরাতন নক্ষত্রের সন্ধান
এযাবৎকালের সবচেয়ে পুরাতন নক্ষত্রের সন্ধান
জ্যোতির্বিজ্ঞানীরা এযাবৎকালের সবচেয়ে পুরাতন নক্ষত্রের সন্ধান পেয়েছেন। ১৩.২ বিলিয়ন বছর পুরোনো এই প্রতিবেশী নক্ষত্রটি বিগ ব্যাং-এর পরপরই সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
“আমরা বিশ্বাস করি নক্ষত্রটি মহাবিশ্বের পরিচিত সকল নক্ষত্রের মধ্যে পুরাতন” এমনটাই দাবি করছেন পিনসেলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড বন্ড, যিনি এই আবিস্কার সম্পর্কে গত ১০ জানুয়ারি ক্যালিফোর্ণিয়ার আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সভায় ঘোষণা করেন।
‘এইচডি ১৪০২৮৩’ নামের এই নক্ষত্রটি আমাদের সৌরজগত থেকে ১৮৬ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটিকে প্রায় এক শতাব্দী থেকে ধরে জ্যোতির্বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে এসেছেন। গবেষকদের মতে এটি হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ, যা মহাবিশ্বের সৃষ্টির সময়কেই ইঙ্গিত করে। এই আবিস্কারের বিষয়টি গত ১০ জানুয়ারি নেচার পত্রিকায় প্রকাশিত হয়।