

মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » প্রথমবারের মত ধারণ করা হলো ডিএনএ’র ছবি
প্রথমবারের মত ধারণ করা হলো ডিএনএ’র ছবি
ওয়াটসন ও ক্রিক ডিএনএ সম্পর্কে ধারণা দেয়ার ৫৯ বছর পরে একজন বিজ্ঞানী প্রথমবারের মত ডিএনএ’র ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন। ইতালীর জেনোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক এনজো ডি ফ্যাব্রিজিও এক্স-রে ক্রিস্টালোগ্রাফি পদ্ধতিতে এই ছবি ধারণ করেছেন। এর আগে পরোক্ষভাবে ডিএনএ কাঠামো সম্পর্কে ধারণা থাকলেও এবারেই প্রথমবারের মত ডবল হেলিক্সের ছবি তোলা সম্ভব হয়েছে। যদিও এটি একেবারে নিখুঁত নয়, কিন্তু মূল অবয়বের কাছাকাছি পর্যায়ের।
ফ্যাব্রিজিও ও তার সহকর্মীরা দুটি ন্যনোস্কোপিক সিলিকন থামের মধ্যে ডিএনএ তন্তু রেখে ইলেকট্রনিক মাইক্রোস্কোপের মাধ্যমে ছবি ধারণ করেন।