

শনিবার ● ১৬ মার্চ ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বিশ্বের সর্বপ্রথম সফল মানব অঙ্গ প্রতিস্থাপনকারী চিকিৎসক যোষেফ ম্যুরে আর নেই
বিশ্বের সর্বপ্রথম সফল মানব অঙ্গ প্রতিস্থাপনকারী চিকিৎসক যোষেফ ম্যুরে আর নেই
বিশ্বের সর্বপ্রথম সফল মানব অঙ্গ প্রতিস্থাপনকারী চিকিৎসক যোষেফ ম্যুরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই চিকিৎসককে মানব অঙ্গ প্রতিস্থাপনে পথিকৃৎ হিসেব বিবেচনা করা হয়। তিনি ১৯৫৪ সালের ২৩ ডিসেম্বর সফলভাবে মানবদেহে কিডনি প্রতিস্থাপন করেন। তার এই অবিস্কারের পর প্রায় ৬০০,০০০ মানুষের দেহে কিডনী প্রতিস্থাপন করা হয়। ১৯১৯ সালের ১ এপ্রিল ম্যাসাচুসেটসের মিলফোর্ডে জন্মগ্রহণকারী এই কৃতী ব্যক্তি ১৯৯০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।