শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » রাশিয়ায় তৈরি করা হচ্ছে মানবচালিত মহাকাশযান
রাশিয়ায় তৈরি করা হচ্ছে মানবচালিত মহাকাশযান
রাশিয়ায় নতুন মানবচালিত মহাকাশযান তৈরি করা হচ্ছে, যা ৩০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে উড়তে সক্ষম। এই প্রকল্প প্রণয়নকারী সংস্থা ‘এনার্গিয়া কর্পোরেশন’ জানিয়েছে, এটি হবে বাস্তবিকপক্ষে ভারী ও হাল্কা ধরণের মহাকাশযানের ব্যবস্থা। ভারী মহাকাশযান এখনকার চেয়ে কয়েক গুণ বেশি বৈজ্ঞানিক সরঞ্জামাদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যেতে পারবে এবং স্বয়ংক্রিয় উড্ডয়নের সময় বিশেষ কিছু কাজ করতে পারবে। আর হাল্কা ধরণের মহাকাশযান স্টেশনে যাবে অপেক্ষাকৃত সহজ যাত্রাপথে, এর পৌঁছাতে সময় লাগবে প্রায় ২৪ ঘন্টা। বর্তমানে যেখানে দুই দিন সময় লাগছে। আগামী ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘সোয়ুজ’ মহাকাশযানের মাধ্যমে কর্মীদের নিয়ে যাওয়া হবে।