শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » উঁচুতে তুলনামূলক দ্রুত বয়স বাড়ে
উঁচুতে তুলনামূলক দ্রুত বয়স বাড়ে
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব মতে, একমাত্র ধ্রুব বিষয় হচ্ছে আলোর গতি। অর্থাৎ আপনি কতটা উঁচুতে অবস্থান করছেন এবং কতটা জোরে ভ্রমণ করছেন, এর ওপর নির্ভর করবে আপনার সময় কেমন লাগছে।
লন্ডনের ইনডিপেনডেন্ট পত্রিকার সূত্র মতে সম্প্রতি গবেষকরা আণবিক ঘড়ির সাহায্যে হাতে-কলমে পরীক্ষার মাধ্যমে প্রথমবারের মতো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই কাজে যে আণবিক ঘড়িটি ব্যবহার করা হয়েছে সেটি ছিল অসম্ভব রকম সঠিক এবং এতে ৩.৭ বিলিয়ন বছরের প্রতিটি সেকেন্ডের হিসাব রাখা সম্ভব। আর এই হিসাবটা হচ্ছে পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময়কালের দৈর্ঘ্যের সমান।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে অবস্থিত ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির গবেষক জেমস চিন-ওয়েন চৌ ও তাঁর সহকারীরা সমুদ্রপৃষ্ঠ বরাবর একটি বিশেষ আণবিক ঘড়ি রাখেন। এর থেকে এক ফুট ওপরে আরেকটি বিশেষ ঘড়ি রাখেন। এতে তাঁরা দেখতে পান উঁচুতে সময় সত্যি সত্যি দ্রুত চলে। চৌ জানান, এই বিশেষ ঘড়িগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানকে প্রকাশ করেছে। ফলে কেউ সমুদ্রপৃষ্ঠ থেকে যতই ওপরে বসবাস করবে, তার বয়স তুলনামূলক দ্রুত বাড়বে।