বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ২৩ সেপ্টেম্বর হেমন্ত বিষুবন বা জলবিষুবন
২৩ সেপ্টেম্বর হেমন্ত বিষুবন বা জলবিষুবন
২৩ সেপ্টেম্বর হেমন্ত বিষুবন বা জলবিষুবন। এইদিনে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান। সূর্য দুইটি নির্দিষ্ট দিনে এইরকম অবস্থানে থাকে। এর একদিন হলো ২১ শে মার্চ, অন্যদিন হলো ২৩ সেপ্টেম্বর।
পৃথিবী আকাশে উপবৃত্তাকারভাবে একটি সমতলে পরিভ্রমনরত। এই উপবৃত্তের সমতলটি খ-গোলককে যে বৃহৎ বৃত্তে ছেদ করে তাই রাশিচক্র। এই রাশিচক্র এবং নিরক্ষরেখা পরস্পর ২৩ডিগ্রী ২৮ মিনিট কোনে দুই বিন্দুতে ছেদ করে। এই বিন্দু দুটিকেই বিষুবন বলে। দিগন্ত এবং খ-বিষুব এই বৃহৎ-বৃত্ত দুইটি পরস্পরকে সমদ্বিখন্ডিত করে। এর ফলে বিষুববৃত্তের যতটুকু অংশ দিগন্তের উপরে থাকে, ঠিক ততটুকু অংশই দিগন্তের নিচে থাকে। বিষুবন দিনে সূর্য সমানভাবে দিগন্তের উপরে ও নিচে অবস্থান করে। ফলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়ে থাকে। জলবিষুবনকে গ্রিক বর্ণ Ω দিয়ে চিহ্নিত করা হয়।