সোমবার ● ২৭ আগস্ট ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » চন্দ্রজয়ী প্রথম মানব নীল আর্মস্টং আর নেই
চন্দ্রজয়ী প্রথম মানব নীল আর্মস্টং আর নেই
চন্দ্রজয়ী প্রথম মানব নীল আর্মস্টং আর নেই। গত ৫ অগাস্ট নীল আর্মস্টং তার ৮২তম জন্মদিন পালন করার ঠিক দুই দিন পরেই হৃদরোগে আক্রান্ত হন। তার পরিবারিক সূত্রে জানানো হয় হৃদপিণ্ডে অস্ত্রোপচারের ধকল তিনি কাটিয়ে উঠতে পারেননি।
নাসা’র এ্যাপোলো-১১ মিশনের অধিনায়ক হিসাবে ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের বুকে প্রথম পদচারণা করেন তিনি, সৃষ্টি হয় মানবজাতির এক স্মরণীয় অধ্যায়। তার ভাষায়: ‘মানুষের জন্য এটি ছিলএকটি ছোট পদক্ষেপ কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রগতি’।
১৯৬৬ সালের ১৬ মার্চ মহাশূন্যযান জেমিনি-৮ অভিযানের মধ্য দিয়ে ৩৫ বছর বয়সে মহাকাশ অভিযানের সূচণা। এ্যাপোলো-১ মিশনের পরের বছর নাসা থেকে ইস্তফা নিয়ে তিনি সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলের অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদান করা হয় তাকে। তার প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি।