

শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১১
প্রথম পাতা » প্রাণীবিজ্ঞান » কীটপতঙ্গ - রেজাউর রহমান
কীটপতঙ্গ - রেজাউর রহমান
প্রথমা থেকে প্রকাশিত
মূল্য: একশ টাকা
১ম প্রকাশ: জানুয়ারি, ২০১০
এক হিসাবে দেখা গেছে, পৃথিবীতে মানুষের চেয়ে কীটপতঙ্গের সংখ্যা ৩০ কোটি গুণ বেশি। হিসাবটা ভয় পাওয়ার মতই। কিন্তু এর শতকরা এক ভাগ মাত্র অপকারী। বাকি শতকরা ৯৯ ভাগ কীটপতঙ্গই নানাভাবে আমাদের উপকার করে থাকে। এই সত্যটি আমাদের জানা নেই। এরা কোথায় থাকে? আছে আমাদের কাব্যে, সাহিত্যেও। এই সব সত্য জানার জন্য অপরিহার্য এ বই।