বৃহস্পতিবার ● ২৬ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » অস্বাভাবিকহারে গলছে গ্রিণল্যান্ডের বরফ
অস্বাভাবিকহারে গলছে গ্রিণল্যান্ডের বরফ
চলতি মাসে হঠাৎ করেই গ্রিনল্যান্ডের বিশাল এলাকাজুড়ে অস্বাভাবিক হারে বরফ গলতে শুরু করেছে, যা ভাবিয়ে তুলছে বিজ্ঞানীদের। খবর টাইমস অনলাইনের। এমনকি গ্রিণল্যান্ডের সবচেয়ে শীতল ও উঁচু স্থান সামিট স্টেশন এলাকাতেও বরফ গলতে দেখা গেছে। সর্বশেষ ১৮৮৯ সালে এমনটি ঘটতে দেখা গেছে আর প্রায় ১৫০ বছরে একবার এরকম ঘটে থাকে।
তিনটি স্যাটেলাইটের মাধ্যমে এই বরফ গলনের বিষয়টি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পর্যবেক্ষণ করেছে। তাদের মতে গত ৮ জুলাই থেকে শুরু করে পরবর্তী চার দিন বরফ গলা অব্যাহত ছিল, যা এই চার দিনেই ৪০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭ শতাংশে। সাধারণত গ্রীষ্মকালে কিছুটা বরফ গললেও বর্তমান সময়ের এই বরফ গলন বিজ্ঞানীদের কাছে নজীরবিহীন।
নাসা’র বরফ বিষেশজ্ঞ টম ওয়েগনার জানান, গ্রিণল্যান্ডের বরফ আচ্ছাদনের উপর দিয়ে গরম বায়ু প্রবাহের কারণেই এমনটি ঘটেছে। তিনি জানান, গবেষকরা সঠিকভাবে জানেন না ঠিক কি পরিমাণ বরফ গলেছে কিন্তু দেখা যাচ্ছে আবার বরফ জমাট বাঁধা শুরু হয়েছে।
নাসা’র প্রধান বিজ্ঞানী ওয়ালেড আবদালাতি জানান, পূর্বে কখনো ঘটেনি বা অন্তত দীর্ঘসময় ধরে কোন অঞ্চলের বরফ গলছে এমনটি যখন আমরা দেখি তখন আমাদের একটু নড়েচড়ে বসতেই হয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগে আসলে সেখানে কি ঘটছে? আসন্ন বছরগুলোয় আমরা কী পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি, এটি হয়তো তারই একটি বড় সংকেত। তবে অধিকহারে বরফ গলার এই চিত্র স্বাভাবিক, ব্যতিক্রমী, নাকি মানুষের তৈরি বৈশ্বিক উষ্ণতার ফল, তা এখনো অমিমাংসীত।