

বুধবার ● ২৫ জুলাই ২০১২
প্রথম পাতা » মহাকাশে প্রথম » চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং
চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং
চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং (Liu Yang)
জন্ম: ৬ অক্টোবর, ১৯৭৮
১৬ জুন, ২০১২ তারিখে চীনের উত্তরপশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিনকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করা লং মার্চ রকেকটি বয়ে নিয়ে যায় চীনের নভোযান শেনঝু-৯ কে। এই অভিযানে অংশ নেন চীনের প্রথম নারী মহাকাশচারী লিউ ইয়াং। ১৯৬৩ সালের এই দিনেই প্রথম নারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেছিলেন ভালেন্তিনা তেরেসকোভা।
২০২০ সালের মধ্যে মহাকাশে একটি স্টেশন স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে চীনের শেনঝু-৯ মহাকাশ অভিযাত্রা পরিচালিত হয়।
ছোটবেলা থেকেই লিউ পাইলট হিসেবে কাজ করার স্বপ্ন দেখতেন। ১৯৯৭ সালে তিনি পাইলট হিসেবে যোগ দেন পিপলস রিপাবলিক আর্মি এয়ারফোর্সে। আর্মিতে তিনি ছিলেন যোদ্ধা পাইলট। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এছাড়া কমিউনিস্ট পার্টি অব চায়নার সদস্য।