

বৃহস্পতিবার ● ৫ জুলাই ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » শনির উপগ্রহ টাইটানে পানির অস্তিত্ব
শনির উপগ্রহ টাইটানে পানির অস্তিত্ব
নতুন এক সমীক্ষায় শনির বৃহত্তম উপগ্রহ টাইটানে সাগরের অস্তিত্ব থাকার বিষয়ে ইঙ্গিত মিলেছে। নাসা’র ক্যাসিনি অনুসন্ধানী প্রোব টাইটানকে বার বার অতিক্রম করার সময় এযাবৎকালের সর্বোত্তম উপাত্ত সংগ্রহ করেছে, যার মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করছেন টাইটানের বরফ আস্তরণের নিচে বয়ে চলছে পানির এক সমুদ্র।
(খবর প্রকাশ: নেচার, ২৮ জুন ২০১২)