মঙ্গলবার ● ২৬ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মঙ্গলগ্রহে বসতি স্থাপনের পরিকল্পনা হল্যান্ড ভিত্তিক মহাকাশ সংস্থার
মঙ্গলগ্রহে বসতি স্থাপনের পরিকল্পনা হল্যান্ড ভিত্তিক মহাকাশ সংস্থার
মঙ্গল গ্রহে স্থায়ীভাবে বসবাসের জন্য মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েছে হল্যান্ডের বেসরকারি মহাকাশ সংস্থা মার্স ওয়ান। প্রকল্পের নেতৃত্বে রয়েছেন হল্যান্ডের উদ্যোক্তা ব্যাস ল্যান্সডর্প। প্রকল্পটি বাস্তবায়নে স্পনসর ও বিনিয়োগকারী খুঁজতে একটি টেলিভিশন রিয়েলিটি শোও শুরু করা হয়েছে। এর থেকে সংগৃহীত ৬০০ কোটি ডলার এই কাজে লাগানো হবে।
তারা আশাবাদ ব্যক্ত করছে আগামী ২০২৩ সালের মধ্যে মঙ্গলে প্রথম মানব বসতি স্থাপনে সক্ষম হবে। দলটির যাত্রা হবে একমুখী। অর্থাৎ তারা পৃথিবীতে আর কখনো ফিরে আসবে না। পরবর্তী জীবন মঙ্গল গ্রহে কাটানোর মতো অনুকূল পরিবেশ তৈরির জন্য তারা চেষ্টা করবে। এছাড়া তাদের সাহায্যার্থে দুই বছর পরে নতুন একটি দল সেখানে পৌঁছাবে। এভাবেই মঙ্গলে গড়ে তোলা হবে স্থায়ী মানব বসতি।
তবে এই অখ্যাত প্রতিষ্ঠানটির মঙ্গল অভিযানের ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। যেখানে মহাকাশ গবেষণা সংস্থা নাসা আগামী ২০৩৩ সালে মঙ্গলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে সেখানে এই প্রকল্পটি হয় ইতিহাসের একটি বড় ধোঁকাবাজি, নয়তো মহাকাশ ভ্রমণের সীমাকে চ্যালেঞ্জ করা এক সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
সূত্র: বিবিসি