মঙ্গলবার ● ২৬ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ২০১২ সালের ক্যারেন হার্ভে পুরস্কার পাচ্ছেন ভারতীয় বাঙালী বিজ্ঞানী
২০১২ সালের ক্যারেন হার্ভে পুরস্কার পাচ্ছেন ভারতীয় বাঙালী বিজ্ঞানী
সৌরকলঙ্ক নিয়ে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি স্বরুপ আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২০১২ সালের ক্যারেন হার্ভে পুরস্কার পেতে চলেছেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের তরুণ সহকারী অধ্যাপক ড. দিব্যেন্দু নন্দী। ড. নন্দী প্রথম এশিয়াবাসী হিসাবে জ্যোর্তিবিজ্ঞানের এই বিরল সম্মান পাচ্ছেন । ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরে রামানুজন ফেলোশিপে গোটা গবেষণাটি করেছিলেন ড. দিব্যেন্দু নন্দী। গবেষণায় তিনি অর্থ সাহায্য পেয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) ‘লিভিং উইথ এ স্টার’ প্রকল্প থেকে। সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে ড. দিব্যেন্দু নন্দীকে ভাবিয়ে তুলছিল সৌর কলঙ্কের আচমকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা। তিনি বিষয়টি নিয়ে গভীরে গবেষণা চালিয়েছেন। শেষে ড. নন্দী সূর্যের রাসায়নিক কর্মকাণ্ডের হদিস দিতে একটি কম্পিউটার মডেল তৈরি করেন। ড. নন্দী দেখিয়েছিলেন,প্লাজমা স্রোতের জন্য কী করে সূর্যের চৌম্বকত্ব এবং শক্তি নির্গমন ব্যাহত হয়ে চলেছে। সূর্যের ভিতরের প্লাজমা স্রোতের কমা-বাড়া দেখেই নিখুঁত পূর্বাভাস দেওয়া সম্ভব। মহাকাশ নিয়ে নতুন নতুন প্রকল্প নিরূপণে ড. নন্দীর এই যুগান্তকারী গবেষণাটা গোটা বিশ্বের বিজ্ঞানীদের কাজে এসেছে। কেননা সূর্যের তীব্র চৌম্বকত্ব আর শক্তি প্রখর বিচ্ছুরণের মধ্যে কোন কৃত্রিম উপগ্রহের আয়ু কদিন তা জানিয়ে দেবে ড. নন্দীর মডেল। মহাকাশযানকে ঠিকমতো পৌঁছাতে মহাকাশের যে আবহাওয়ার জানার দরকার সেটাও জোগাবে এই গবেষণা।