রবিবার ● ১৭ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » টমেটোর জিন কোড আবিষ্কার
টমেটোর জিন কোড আবিষ্কার
সম্প্রতি টমেটোর জিন কোড আবিষ্কার করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। টমেটোতে প্রায় ৩৫ হাজার জিন রয়েছে। টমেটোর জিন কোড আবিষ্কারের ফলে যেমন এর স্বাদ ও পুষ্টিগুণ বাড়ানো সম্ভব হবে তেমনি বিরূপ পরিবেশে এটি ফলানো সহজ হবে।
১৪টি দেশের তিনশ’রও বেশি গবেষক কাজ করেছেন টমেটো জিনোম কনসোর্টিয়ামে। উল্লেখ্য, শস্যের সোলানাসিয়া পরিবারের একটি হলো টমেটো। দক্ষিণ আমেরিকার বন্য জাত সোলানাম পিমপাইনলিফলিমাম থেকে এসেছে আজকের টমেটো। তবে বন্য জাত থেকে চাষ করা টমেটোর জিনগত পার্থক্য মাত্র ০.৬ শতাংশ।