

রবিবার ● ১০ জুন ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » শুক্রের ট্রানজিট মুগ্ধ করল দেশবাসীকে
শুক্রের ট্রানজিট মুগ্ধ করল দেশবাসীকে
সূর্যের উপর দিয়ে শুক্র গ্রহের অতিক্রম করার দুর্লভ মহাজাগতিক ঘটনা বাংলাদেশ থেকেও অবলোকন করেছে অসংখ্য মানুষ। গত ৬ জুন সূর্যোদয়ের সাথে সাথে সারা দেশের মানুষ ঔৎসুক হয়ে ছিল জীবদ্দশার শেষ শুক্র ট্রানজিট দেখার জন্য। বৈরি আবহওয়ায় কারণে ভোর থেকেই সূর্য আড়ালেই ছিল বেশিক্ষণ, তারপরেও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিজ্ঞান সংগঠনের উদ্যোগে আয়োজিত পর্যবেক্ষণ ক্যাস্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। উত্তরাঞ্চলের আকাশ পরিস্কার থাকলেও ঢাকা সহ অধিকাংশ স্থানে সকাল ন’টার পর থেকে দৃশ্যমান হয়েছে এই ট্রানজিট। বিজ্ঞানের বিভিন্ন ঘটনাবলীর সাথে সাধারণ মানুষের যোগসূত্র ঘটাতেই যেন শুক্র এই শতাব্দীতে শেষবারের মত হেঁটেছে সূর্যের বুকে। সারা দেশের অসংখ্য মানুষ বিজ্ঞানের প্রতি আগ্রহবোধ নিয়েই উপভোগ করেছে ঘটনাটিকে।