

শুক্রবার ● ৩০ মার্চ ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » আলবার্ট আইনস্টাইনের ব্রেণ এর প্রদর্শনী
আলবার্ট আইনস্টাইনের ব্রেণ এর প্রদর্শনী
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ব্রেণ প্রথমবারের মতো সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে যুক্তরাজ্যে। ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে আইনস্টাইনের মৃত্যুর পরে তাঁর মরদেহের ময়নাতদন্ত করেন প্যাথলজিস্ট থমাস হার্ভে, তিনি আইনস্টাইনের ব্রেণকে ২৪০টি স্লাইডে ভাগ করে পৃথক জারে ফরমালডিহাইডে সংরক্ষণ করে নিজ বাড়িতে রেখে দেন। হার্ভে অবশ্য দাবি করেন আইনস্টাইনের ছেলে গবেষণার জন্য তার ব্রেণ সংরক্ষণের অনুমতি দিয়েছিলেন, যদিও এই দাবিটি এখনো পর্যন্ত বিতর্কিত। উল্লেখ্য, অন্ত্যেষ্টিক্রিয়ার পর আইনস্টাইনের দেহভস্ম ছিটিয়ে দেওয়া হয়।
প্রদর্শনীর জন্য মাত্র দুটি স্লাইড যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মাটার জাদুঘর থেকে ধার আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে গত বছর শেষের দিকে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।
হার্ভে আইনস্টাইনের ব্রেণের ৪৬টি স্লাইড তার অপর এক প্যাথলজিস্ট সহকর্মী উইলিয়াম এরিখ-কে দান করেন, যা পরবর্তীতে ফিলাডেলফিয়ার জাদুঘরটিতে সংরক্ষণ করা হয়। ‘ওয়েলকাম কালেকশন’ শিরোনামের এই প্রদর্শনীটি ২৯ মার্চ থেকে আগামী ১৭ জুন পর্যন্ত চলবে।