

শনিবার ● ১০ মার্চ ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » সৌরঝড়
সৌরঝড়
গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে তীব্র সৌরঝড়টি গত ৭ মার্চ সকাল থেকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব ফেলে। সূর্যপৃষ্ঠে বড় বিস্ফোরণ ঘটার পর তড়িতায়িত উপাদানসহ দুটি বিশাল কুণ্ডলী পৃথিবীর দিকে ধেয়ে আসে ঘণ্টায় ৪০ লাখ মাইল বেগে। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, এবারের সৌরঝড় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। এতে বেতার যোগাযোগ ব্যাহত হওয়ারও আশঙ্কা আছে। রাতের আকাশে দেখা যেতে পারে আলোকচ্ছটা।