মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » পরীক্ষামূলক মঙ্গল অভিযান: Mars 500
পরীক্ষামূলক মঙ্গল অভিযান: Mars 500
‘মঙ্গল ৫০০’ অভিযানটি ছিল মূলত কৃত্রিমভাবে সৃষ্ট মঙ্গল গ্রহের পরিবেশে একটি পরীক্ষামূলক অভিযান। ৩ জুন, ২০১০ থেকে শুরু হওয়া ৫২০ দিনের এই পরীক্ষায় ছিলেন রাশিয়ার তিন জন এবং ইটালি, ফ্রান্স ও চীনের একজন করে বিজ্ঞানী। রাশিয়ার মস্কোয় মহাকাশযানের আদলে নির্মিত ১৮০ বর্গমিটারের আধারের মধ্যেই কাটাতে হয়েছে এই ছয় জন বিজ্ঞানীকে। পরীক্ষাটি গত ৪ নভেম্বর, ২০১১ তারিখে শেষ করা হয়।
ইউরোপিয়ান
স্পেস এজেন্সি’র পরিচালনায় রাশিয়ার ইন্সটিটিউট ফর বায়োমেডিকেল প্রোবলেমস-এ এই দীর্ঘমেয়াদী পরীক্ষাটি চালানো হয় মূলত দীর্ঘ মহাকাশ যাত্রায় নভোচারীরা থাকলে কী ধরণের স্বাস্থ্যগত ও পারিপার্শ্বিক অবস্থার মুখোমুখি হবে সে সম্পর্কে ধারণা লাভ করার জন্য। তবে এই পরীক্ষায় অংশ নেয়া সকলেই সুস্থ ও সফলভাবে পৃথিবীতে ফিরেছেন। যদিও এই দীর্ঘ সময় পৃথিবীর পরিবেশ থেকে বিচ্ছিন্ন থাকায় এই অভিযান থেকে বের হওয়ার পর প্রায় তিন দিন তাঁদেরকে আলাদা করে রাখা হয়। এসময় তাদের দেহের বিভিন্ন অংশে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
প্রকৃত মঙ্গল অভিযানে কি ঘটতে পারে সে বিষয়ে ক্ররা এখানে একশ’ টির বেশি পরীক্ষা চালান। এছাড়া দীর্ঘ মহাকাশ যাত্রায় কি ধরনের সমস্যা দেখা দিতে পারে সে সম্পর্কেও তারা পরীক্ষা চালান। এই নমুনা অভিযানে প্রায় সকল যান্ত্রিক ও কারিগরি বিষয় অন্তর্ভূক্ত থাকলেও বাস্তবে যে অভিকর্ষ ত্বরণজনিত ওজনশূন্যতা থাকা প্রয়োজন ছিল তা যুক্ত করা হয়নি। তারপরেও এটি ছিল প্রকৃত মঙ্গল গ্রহে অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচণা।
সূত্র: ইউরোপিয়ান স্পেস এজেন্সি
অভিযানে অংশ নেয়া ক্রুদের মতামতের অডিও ফাইল »»





মহাবিশ্বের প্রারম্ভিক অবস্থার খোঁজেজেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম রঙীন ছবি প্রকাশ
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! পূর্ণতা মিলল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের
প্রথম চন্দ্রাভিযানের নভোচারী মাইকেল কলিন্স এর জীবনাবসান
মঙ্গলে ইনজেনুইটি’র নতুন সাফল্য
শুক্র গ্রহে প্রাণের সম্ভাব্য নির্দেশকের সন্ধান লাভ
আফ্রিকায় ৫০ বছর পরে নতুনভাবে হস্তিছুঁচোর দেখা মিলল
বামন গ্রহ সেরেসের পৃষ্ঠের উজ্জ্বলতার কারণ লবণাক্ত জল
রাতের আকাশে নিওওয়াইস ধূমকেতুর বর্ণিল ছটা,আবার দেখা মিলবে ৬,৭৬৭ বছর পরে!
বিশ্ব পরিবেশ দিবস ২০২০
মহাকাশে পদার্পণের নতুন ইতিহাস নাসার দুই নভোচারী নিয়ে স্পেসএক্স রকেটের মহাকাশে যাত্রা 