শনিবার ● ২৮ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » জীববিজ্ঞান, প্রকৃতি ও নিসর্গ » ফুলগুলি যেন কথা - দ্বিজেন শর্মা
ফুলগুলি যেন কথা - দ্বিজেন শর্মা
বাংলা একাডেমী থেকে প্রকাশিত
প্রথম প্রকাশ: মে ১৯৮৮
প্রথম পুনর্মুদ্রণ: ডিসেম্বর ২০০৩
প্রচ্ছদ: বীরেন সোম
মূল্য: একশত সত্তর টাকা
পৃষ্ঠা: ১২০
ISBN: 984-07-4412-7
পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার বিষয়টি এখন গোটা মানবজাতির অস্তিত্বের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং এজন্য জাতীয় ও বৈশ্বিক পরিসরে চলছে নানা আলাপ-আলোচনা, কর্মপন্থা নির্ধারণ, এমনকি বিক্ষুব্ধ আন্দোলনও । বহুমুখী এই প্রচেষ্ঠায় লেখালেখির গুরুত্বপূর্ণ রয়েছে আর এই বইটিকে তারই একটি অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। উদ্ভিদ হলো প্রকৃতি তথা জীবজগতের অন্যতম অতিগুরুত্বপূর্ণ অনুষঙ্গ এবং পরিবেশ সুরক্ষার উদ্যোগে এদের প্রতি যত্নশীল হওয়ার আবশ্যকতা তাই প্রশ্নাতীত। লেখক বইতে সংক্ষেপে বাংলাদেশের পালিত ও বনজ বৃক্ষরাজির তিনশতাধিক প্রজাতি বর্ণনা করেছেন এবং তাতে যেমন আছে বৈজ্ঞানিক খুঁটিনাটি, এগুলোর নান্দনিক বৈশিষ্ট্য, তেমনি আছে বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় দিকগুলোও। পাশাপাশি রয়েছে বাংলাদেশের নিসর্গশোভার চমৎকার বর্ণনা ও তা বৃদ্ধির নানা সুপারিশ। লেখকের রচনাশৈলীর প্রসাদগুণে বইটি বিজ্ঞান ও সাহিত্যের একটি সুন্দর সংশ্লেষ হয়ে উঠেছে যা পাঠককে শুধু জ্ঞানই নয়, আনন্দও দেবে।