

সোমবার ● ১০ অক্টোবর ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বাংলাদেশী গবেষকদের অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের অসম্পূর্ণতা দূর করার দাবি
বাংলাদেশী গবেষকদের অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের অসম্পূর্ণতা দূর করার দাবি
অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের অসম্পূর্ণ মতবাদ সম্পূর্ণ করাসহ এ-সংক্রান্ত নতুন তিনটি সমীকরণ ও কিছু মৌলিক ধ্রুবসংখ্যা আবিষ্কারের দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞানের দুজন অধ্যাপক। গত ৭ অক্টোবর, ২০১১ তারিখ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। কৃতিত্বের দাবি তোলা অধ্যাপক দুজন হচ্ছেন, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ওসমান গণি তালুকদার এবং পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুশফিক আহমেদ।
তারা জানান ২০ বছর ধরে গবেষণা করে তারা এ সাফল্য পেয়েছেন। কোনো বস্তুর গতি আলোর গতির চেয়ে বেশি হতে পারে না-সর্বজনস্বীকৃত মহাবিজ্ঞানী আইনস্টাইনের যে তত্ত্ব প্রচলিত আছে, তা ভুল বলে তাঁরা প্রমাণ পেয়েছেন। এ বিষয়ে আইনস্টাইন দিয়ে গেছেন পাঁচটি সমীকরণ এবং একটি মৌলিক ধ্রুবসংখ্যা। অধ্যাপক দুজন দাবি করেন, আইনস্টাইনের এ মতবাদ অসম্পূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে গবেষণা করে তাঁরা নানাভাবে প্রমাণ পেয়েছেন, বস্তুর গতি আলোর গতির চেয়ে বেশি হতে পারে। এ বিষয়ে যাবতীয় তথ্যপ্রমাণ ও উপাত্তসহকারে ২০০১ সালে ওসমান গণি তালুকদার An Alternative Approach to the Relativity নামে একটি বইও প্রকাশ করেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, ০৮/১০/২০১১