বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » ভবিষ্যত ঘটনাপ্রবাহ » ২৬ জুন, ২০২৯: বৃহত্তম পূর্ণ চন্দ্রগ্রহণ
২৬ জুন, ২০২৯: বৃহত্তম পূর্ণ চন্দ্রগ্রহণ
২৬ জুন, ২০২৯ তারিখে বৃহত্তম পূর্ণ চন্দ্রগ্রহণ সংঘঠিত হবে। প্রায় ১ ঘন্টা ৪২ মিনিট দীর্ঘস্থায়ী এই চন্দ্রগ্রহণটি দিনের বেলায় হওয়াতে বাংলাদেশ থেকে দেখা যাবে না।
চন্দ্রগ্রহণের সময়সূচি নিম্মরূপ (বাংলাদেশ সময়):
চাঁদের উপচ্ছায়ায় প্রবেশ: সকাল ০৬:৩৪:৩৩
চাঁদের প্রচ্ছায়ায় প্রবেশ: সকাল ০৭:৩২:১৮
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু: সকাল ০৮:৩১:০৯
সর্বোচ্চ পূর্ণ চন্দ্রগ্রহণ: সকাল ০৯:২২:০৮
পূর্ণ চন্দ্রগ্রহণ সমাপ্ত: সকাল ১০:১৩:০১
প্রচ্ছায়া থেকে চাদেঁর বেরিয়ে যাওয়া: সকাল ১১:১১:৫০
উপচ্ছায়া থেকে চাদেঁর বেরিয়ে যাওয়া: দুপুর ১২:০৯:৪৩
কক্ষপথ পরিভ্রমনের এক পর্যায়ে চাঁদ পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের সাথে এক সমতলে এবং এক সরলরেখায় চলে এলে সূর্যের আলো পৃথিবীতে বাঁধা পড়ে চাঁদে পৌঁছতে পারে না। তখনই ঘটে থাকে চন্দ্রগ্রহণ।