

সোমবার ● ৮ জুলাই ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মহাকাশে নারীদের ৫০ বছর
মহাকাশে নারীদের ৫০ বছর
নারীদের মহাকাশ জয়ের পঞ্চাশ বছর পূর্তি আজ। ১৯৬৩ সালের ১৬ জুন তারিখে সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা মহাকাশ জয় করেন। ভস্টক ৬ মহাকাশযানে চড়ে তিনি ৭১ ঘন্টায় ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন। ১৯৩৭ সালের ৬ মার্চ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের টুটায়েভস্কির বলশোয়ে মাসলেনিকোভো-তে জন্ম গ্রহণ করেন তেরেসকোভা।
মহাকাশে এ পর্যন্ত ৫৭ জন নারী মহাকাশচারী ভ্রমন করেছেন। [১৫জুন, ২০১৩]