শনিবার ● ২২ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » বিশ্বে প্রথমবারের মত গর্ভবতী হলেন জরায়ু প্রতিস্থাপনকারী এক নারী
বিশ্বে প্রথমবারের মত গর্ভবতী হলেন জরায়ু প্রতিস্থাপনকারী এক নারী
বিশ্বে প্রথমবারের মত কোন নারীর দেহে জরায়ু প্রতিস্থাপনের পর গর্ভধারণ করা সম্ভব হয়েছে। দেরিয়া সার্ত নামের তুরস্কের এই নারীর দেহে জন্ম থেকেই জরায়ু না থাকায় গত ২০১১ সালের ৮ আগস্ট একজন মৃত মহিলার দেহ থেকে সফলভাবে জরায়ু তার দেহে প্রতিস্থাপন করা হয়। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনাতলিয়ায় আকদেনিজ ইউনিভার্সিটি হাসপাতালে ৮ জন তুর্কী চিকিৎসকের একটি দল এই অপারেশনটি করেন। জরায়ু প্রতিস্থাপনের ধারণাটি এখনো বেশ নুতন। বিশ্বে প্রতি পাঁচ হাজার জন মহিলার মধ্যে একজন জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেন। তবে এটি সন্তান জন্মদানে অক্ষমতা ব্যতীত অন্য কোন শারীরিক জটিলতার সৃষ্টি করে না। এই ঘটনা স্বাভাবিকভাবেই বিশ্বের অসংখ্য জরায়ুবিহীন নারীর মনে আশার সঞ্চার করেছ। গত ১২ এপ্রিল চিকিৎসকরা তাদের এই সফলতার কথা ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, সার্তের জরায়ুতে ভ্রণ প্রোথিত করার পূর্বে তারা গর্ভাবস্থার সার্বিক নিশ্চিত করার জন্য আঠার মাস পর্যন্ত অপেক্ষা করেছেন। তবে সন্তান জন্ম দানের পর সার্তের জরায়ুটি সরিয়ে ফেলা হবে, যাতে পরবর্তী কোন শারীরিক জটিলতা দেখা না দেয়। এর পূর্বে ২০০২ সালে একজন সৌদি মহিলার দেহে জরায়ু প্রতিস্থাপন করা হয়, কিন্তু তার শরীরে তা খাপ না খাওয়ায় ৯৯ দিনের মাথায় পুনরায় তা অপসারণ করা হয়।