রবিবার ● ১৬ জুন ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » ধর্ষন প্রতিরোধে প্রযুক্তির পোষাক
ধর্ষন প্রতিরোধে প্রযুক্তির পোষাক
নারীদের প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনা রীতিমত উদ্বেগজনক। বিশেষ করে ধর্ষনের মতো ঘটনা উন্নত দেশগুলোতেও নারীদের বাইরে চলাফেরার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। গত বছরের ডিসেম্বর মাসে ভারতের নয়াদিল্লিতে একটি চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করার ঘটনাটি তেমনই। এই বিষয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মনীষা মোহন এবং তার দুই সহপাঠি রিম্পি ত্রিপাঠি ও নীলাদ্রি বসু পাল সম্প্রতি এমন একটি অন্তর্বাস উদ্ভাবন করেছে যা নারীদের ধর্ষণ প্রতিরোধে আক্রমনকারী ব্যক্তিকে বৈদ্যুতিক শক দিতে পারবে। ‘সোসাইটি হারনেসিং ইকুইপমেন্ট’ নামের এই বিশেষ অন্তর্বাসের রয়েছে কিছু বিশেষ সংবেদী প্রযুক্তি, যা ৩৮০০ কিলো ভোল্টের শক দিতে সক্ষম। এর মাধ্যমে আক্রমণকারীকে ৮২ বারেরও বেশি শক দেওয়া যাবে। নারী কারও দ্বারা আক্রান্ত হওয়ার সাথে সাথে এটি কাজ শুরু করবে। এছাড়া তাৎক্ষণিক ভাবে পুলিশ ও পরিবারের কাছে এসএমএস পাঠানোও সম্ভব হবে বিশেষ এই প্রতিরক্ষা পোশাকের মাধ্যমে। তবে অন্তর্বাসের ভেতরের অংশে বিশেষ পলিমার থাকায় এটি পরিধানকারী নারী শক লাগা থেকে রক্ষা পাবে। বর্তমানে এই অন্তর্বাসের বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের কাজ চলছে।