মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » সমুদ্রের তলদেশ থেকে এ্যাপোলো-১১ মহাকাশযানের ইঞ্জিন উদ্ধার
সমুদ্রের তলদেশ থেকে এ্যাপোলো-১১ মহাকাশযানের ইঞ্জিন উদ্ধার
১৯৬৯ সালে চাঁদে মানুষের প্রথম অবতরণের নাসা’র ঐতিহাসিক এ্যাপোলো-১১ মিশনে ব্যবহৃত স্যাটার্ণ ভি রকেট, যা পাচটি শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে তৈরি ছিল এবং পৃথিবীর অভিকর্ষজ বাঁধা ঠেলে যানটিকে মহাশূণ্যে উঠিয়েছিল সেই ইঞ্জিনটি অভিযান শেষে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। ধরে নেয়া হয়েছিল এটি চিরতরে হারিয়ে গেছে। কিন্তু আমাজান ডট কম এর প্রধান এবং তার অনসন্ধানী দল অ্যাপোলো-১১ মহাকাশযানের এফ-১ ইঞ্জিনটি সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে। গত বুধবার এক ব্লগে আমাজান এর প্রধান জেফ বেজোস এই অভিযানের কথা জানান। তিনি জানান, আটলান্টিকের গভীর তলদেশে এ্যাপোলো-১১এর দু’টি রকেটের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যার মধ্যে একটি নীল আর্মস্ট্রংকে নিয়ে চাঁদে গিয়েছিলো।
কেপ কার্ণিভাল স্টেশন অর্থাৎ যেখান থেকে এ্যাপোলো-১১ উৎক্ষিপ্ত হয়েছিল সেখান থেকে ৩৫০ মাইল দূরে সমুদ্র পৃষ্ঠের প্রায় ১৪,০০০ ফুট নিচে এই ইঞ্জিন ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। বোজেস প্রথমে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন এই ভেবে সমুদ্রের এতো গভীরে পানির তীব্র স্রোত এবং লবনাক্ততায় ইঞ্জিনটিকে কতোটুকু অক্ষত অবস্থায় পাওয়া সম্ভব হবে। টানা তিন সপ্তাহ আটলান্টিকের তলদেশের বিভিন্ন স্থান চষে বেরোয় বিজোসের অনুসন্ধানী দল। এ্যাপোলা-১১ এর এই ধ্বংসাবশেষ সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।