সোমবার ● ১০ ডিসেম্বর ২০১২
প্রথম পাতা » বিজ্ঞান সংবাদ » মঙ্গলের মাটিতে পৃথিবীর পাথরের উপাদানের মিল
মঙ্গলের মাটিতে পৃথিবীর পাথরের উপাদানের মিল
মঙ্গল গ্রহে পাঠানো মহাকাশ রোবট ‘কিউরিওসিটি’ সম্প্রতি মঙ্গলের মাটি পরীক্ষা করে যে তথ্য পাঠায় তাতে পৃথিবীর পাথরের সঙ্গে মিল রয়েছে - এমনটাই জানিয়েছেন নাসা’র বিজ্ঞানীরা। কিউরিওসিটি মঙ্গলের বালুময় মাটির কিছু নমুনা কেমিস্ট্রি অ্যান্ড মিনারেল ইনস্ট্রুমেন্ট ও এক্স-রে ডিফ্র্যাকশন যন্ত্র ব্যবহার করে এই পরীক্ষা চালায়। বিজ্ঞানীরা জানান, মঙ্গলের মাটির নমুনায় আগ্নেয়শিলা বেসল্টের উপাদানের অস্তিত্ব রয়েছে, যা পৃথিবীতে হাওয়াই দ্বীপে দেখা যায়।
পৃথিবীর বাইরে এবারেই প্রথম এক্স-রে ডিফ্র্যাকশন ব্যবহার করা হয়েছে। তাতে হাওয়াই দ্বীপের মাটিতে থাকা ফেল্ডস্পার, অলিভিন ও পাউরোঙ্নি খনিজের উপাদান পাওয়া যায়।